ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এলো নববর্ষ | ওবায়দুল সমীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এলো নববর্ষ | ওবায়দুল সমীর

আয়রে সবাই ছুটে আয়
বাজছে ঢোলক ঢাক,
বছর ঘুরে আবার এলো
পহেলা বৈশাখ।
বটতলাতে জমবে মেলা
নাড়াওঠা মাঠে,
ঘোড়দৌড় আর নৌকাবাইচ
মৃগি নদীর ঘাটে।



গুড়-জিলাপি-কদমা-লাড়ু
ডুগডুগি আর বাঁশি,
পেলে ঠিকই মৌরি সোনার
ফুটবে মুখে হাসি।

যাত্রা-পালা, পুতুলনাচে
নাগরদোলায় দুলে,
আজ সারাদিন ঘুরবো স্বাধীন
লেখাপড়া ভুলে।

মাটির পুতুল খেলনা গাড়ি
চিনির ঘোড়া হাতি,
এসব কিনে ফিরবো বাড়ি
নিভলে দিনের বাতি।
নতুন পাতার নতুন দিনে
নই মোটে বিমর্ষ,
নতুন ভোরের নিমন্ত্রণে
এলো নববর্ষ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।