ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিওয়াইএলসির কোর্সের জন্য আবেদন আহ্বান

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মে ৪, ২০১৫
বিওয়াইএলসির কোর্সের জন্য আবেদন আহ্বান

ঢাকা: শিশু-কিশোরদের নেতৃত্ব চর্চার প্রতি আগ্রহী করে তুলতে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) শুরু করতে যাচ্ছে তাদের সপ্তম বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং জুনিয়র প্রোগ্রাম।

এ প্রোগ্রামের মাধ্যমে তারা নেতৃত্ব প্রশিক্ষণ, দলগত কাজ, আত্ম মূল্যায়ন, বাস্তব সমস্যা সমাধান ও সমাজের বিভিন্ন পরিবর্তনে কাজ করার জন্য প্রস্তুত হবে।



২৭ জুন থেকে ৩০ জুলাই সপ্তাহে ছয়দিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা (রমজানের সময়) ও ৫টা পর্যন্ত (রমজানের পর) বারিধারায় বিওয়াইএলসি হেডকোয়ার্টারে বিবিএলটি জুনিয়র ৭-এর ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কোর্সটি করার জন্য আবেদন করতে পারবে। আবেদন করার শেষ সময় ১৫ মে।

অনলাইনে অথবা বিওয়াইএলসি অফিস থেকে ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: http://www.bylc.org/program/bbltj

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।