ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মাকে নিয়ে দুটি ছড়া | রফিক আহমদ খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ৯, ২০১৫
মাকে নিয়ে দুটি ছড়া | রফিক আহমদ খান

মায়ের পাওয়া

আমার মায়ের কাছে আমি
বড় মানিক-ধন
মা যে আমার এই পৃথিবীর
সেরা আপনজন।
সুখের কথা দুঃখের কথা
সব বলা যায় মাকে
তার দোয়াতেই সৃষ্টিকর্তা
সুস্থ শরীর রাখে।


নামাজ পড়ে কান্না করে
খোদার কাছে চাওয়া
সন্তানেরা ভালো থাকুক
এটাই মায়ের পাওয়া।

মায়ের পাগল

শিশুরা হয় মায়ের পাগল
থাকে পিছুপিছু
মা ছাড়া এই দুনিয়াতে
দামি নেই আর কিছু।
মায়ের কাছে শেখে বুলি
মায়ের হাতে খাওয়া
মায়ের কোলে মজার ঘুমে
পরির দেশে যাওয়া।
মাকে ছাড়া কিছুই হয় না
শিশু-কিশোর বেলা
বড় হলেও সাথে থাকে
মায়ের দোয়া মেলা।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।