ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

দুটি ছড়া | হোসনে আরা জাহান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, মে ১৯, ২০১৫
দুটি ছড়া | হোসনে আরা জাহান

ছোট্টমণি

যদি তুমি এইখানে না হতে
এই বুবুকে কেমন করে পেতে?
তোমার যে,
চাঁদ-তারা মুখ
আলোয় বোনা নখ,
পদ্মপাতা হাত
মেঘ বাঁধানো দাঁত,
বৃষ্টি বৃষ্টি চুল
এমন করে কে জানাতো?
এমন ঘুমটি কে নামাতো?
আমার যে
চোখের পাতায় পাখি
মনের কোণে মন
মুখের ডগায় চাঁদ
হবে তুমি প্রাণের প্রজাপতি,
হয়ে উঠবে শান্ত-সুখী অতি!
তুমি ছাড়া এভাবে আর কে জানাতো?
যখন তখন বায়না করলে কে মানাতো?
সে-তো বুবু আমিই বুবু তোমার
পা দুলিয়ে কোলে উঠেছো কী দরকার নামার?

রংধনু ছাতা

রংধনু রং নতুন ছাতা
দেবে আমায় কিনে?
বৃষ্টি আসে যখন তখন
ঝড় বাদলের দিনে।
কাল সকালে জেগে দেখি
মেঘ করেছে খুব
স্কুলে আমি যাইনি তো মা
বৃষ্টি হলো ঝুপ।


এমনি যদি ভোরবেলাতে
বৃষ্টি আসে রোজ
বাবলি মণি ড্রইং ক্লাসে
করবে আমার খোঁজ!
নতুন ছাতা নিয়ে যাব
মজার গণিত ক্লাসে
ক্লাসের শেষে খেলবো সবাই
মাঠের নরম ঘাসে !!

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।