ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাজে সময়ের ঘড়ি | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ১৩, ২০১৫
বাজে সময়ের ঘড়ি | আলেক্স আলীম

সাম্যের পথে গেয়েছো গান
দেখিয়েছো পথ লাল
বুকের ভিতরে সুকান্ত তাই
বেঁচে থাকে চিরকাল।

ঠিকানা তোমার পেয়েছি
তোমার কবিতা মাঝে
সময়ের ঘড়ি বুকের ভিতর
টিক টিক করে বাজে!

সময় হয়েছে রুখে দাঁড়াবার
কীসে আমার ভয়
যার যার ঘরে সুকান্ত আছে
থাক তারা নির্ভয়।



(১৯৪৭ এর ১৩ মে মাত্র একুশ বছর বয়সে চেতনার বারুদ উপহার দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য অন্য লোকে পাড়ি জমান। আজকের এই বিশেষ দিনে এই বিস্ময়কর প্রতিভাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। )

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।