ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

বিশ্বের সবচেয়ে লম্বা গাছ ‘হাইপেরিয়ন’

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
বিশ্বের সবচেয়ে লম্বা গাছ ‘হাইপেরিয়ন’

লম্বা লম্বা গাছ আমরা প্রায়ই দেখি। কিন্তু ভাবতে পারো একটা গাছ কত লম্বা হতে পারে? একশো ফুট অথবা দুইশো ফুট? কিন্তু না, রয়েছে এর চেয়েও লম্বা গাছ।



উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কস এলাকায় একটি গাছ রয়েছে। নাম দেওয়া হয়েছে ‘হাইপারিয়ন’। উচ্চতা ৩৭৯ ফুট! আর এই গাছটাই বিশ্বের সবচেয়ে লম্বা গাছ। এখন নিশ্চয় বলে ফেলতে পারবে দৈত্য গাছ!


২০০৬ সালের ২৫ আগস্ট প্রকৃতিবিদ ক্রিস অ্যাটকিনস ও মাইকেল টেইলর এই বিশাল লম্বা গাছটি খুঁজে পান। স্টিফেন সিলেট এর উচ্চতা মাপেন ১১৫.৫৫ মিটার বা ৩৭৯.৩ ফ‍ুট। মূলত এটি একটি কোস্ট রেডউড গাছ।

প্রকৃতিবিদদের ধারণা, গাছটিতে প্রায় ৩৬০ কিউবিক মিটার (১৮ হাজার ৬শ কিউবিক ফ‍ুট) পরিমাণ কাঠ রয়েছে।

গবেষকরা বলেন, কাঠঠোকরা গাছটির উপরের অংশকে ক্ষতিগ্রস্ত করেছে। এজন্য হয়তো এর উচ্চতা বাধাগ্রস্ত হয়েছে কিছুটা। নইলে আরও লম্বা হতে পারতো।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।