ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাঘগুলো সব ভীষণ তেজি | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বাঘগুলো সব ভীষণ তেজি | আলেক্স আলীম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলা এখন সেরার সেরা
কে ঠেকাবে বলো
মুখ থুবড়ে পড়ে গেলো
বিশ্ব কুলীন দলও।

সারা বাংলা লাল সবুজে
যাচ্ছে ভেসে বুঝি
দুইশত রান বাঘের কাছে
খুব মামুলি পুঁজি!

যতই দেখাও দম্ভ এবং
যতই দেখাও ভয়
মুস্তাফিজুর খুব সহজে
তুলে নিলো ছয়!

প্রমাণ হলো বিশ্বকাপে
কে করেছে চুরি
বাঘগুলো সব ভীষণ তেজি
নেই কোনো তার জুড়ি!

পাকিস্তান যড়যন্ত্রের
গন্ধ খুঁজে বেড়ায়
আবার তোদের গুঁড়িয়ে দেবো
থাকলে সাহস ফের আয়!

বিশ্ব সুপার পাওয়ার এখন
লাল সবুজের দল
ধোনির বুকে আগুন জ্বলে
চোখের কোণায় জল!

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।