ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের সবচেয়ে লম্বা ঘুড়ি

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
বিশ্বের সবচেয়ে লম্বা ঘুড়ি

ঘুড়ি ওড়ানোর শখ অনেকেরই আছে। আমাদের ঘুড়িগুলো নানা রঙ্গে রঙিন হলেও সাধারণত একই আকৃতির হয়।

তবে সাধারণ ঘুড়ির বাইরেও নানা বস্তুর আকৃতিতে ঘুড়ি তৈরি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। সেসব ঘুড়ির আয়তনও আবার একেক রকম।

কোনোটা অনেক বড়, কোনোটা একদম ছোট। কোনো ঘুড়ি হয়তো লম্বা আর চিকন, আবার কোনোটা চওড়া।

বিশ্বের সবচেয়ে লম্বা ঘুড়ি কোনটা জানো?

বিশ্বের সবচেয়ে লম্বা ঘুড়িটা একটা ড্রাগন ঘুড়ি। এর দৈর্ঘ্য ৬ হাজার মিটার। এ বছর চীনের চংকিং ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যালে চায়নিজ ড্রিম থিমের এই ঘুড়িটি গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে স্থান করে নেয় বিশ্বের সবচেয়ে লম্বা ঘুড়ি হিসেবে।

চীনের শ্যানডং প্রদেশের ওয়েইফ্যাং থেকে দু’জন পেশাদার ব্যক্তি এই ঘুড়িটি ওড়ান।

ঘুড়িটি তৈরি করতে লেগেছে দুই বছর।

ড্রাগন আকৃতির রঙিন এ ঘুড়িটা আকাশে উড়ে মুগ্ধ করেছে সবাইকেই।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।