গাছে গাছে আম পেকেছে
লাল টুক টুক অই
ডলি মলি আম কুড়াবি
কইরে তোরা কই।
আম বাগানে আম কুড়াতে
কত্ত কিশোর আসে
আম কাঁঠালের গন্ধ এখন
গাঁও গেরামে ভাসে।
মধুমাসে বেশি করে
ফল-ফলাদি খাবে
সুস্থ তুমি থাকবে আর
সবল দেহ পাবে।
undefined
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এএ।