ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সম্প্রীতি | মীম নোশিন নাওয়াল খান

ঈদছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
সম্প্রীতি | মীম নোশিন নাওয়াল খান

খুশির হাওয়া হৃদয়মাঝে, উঠছে নেচে মন,
ঈদ আনন্দ তুলল প্রাণে সুখের আলোড়ন।
ঈদের আগের রাত,
মেহেদিরাঙা হাত,
ফুটছে বাজি, হচ্ছে শুরু ঈদের আয়োজন।



কোলাকুলি ঈদগাহে আজ, কেউ নয় আর পর,
ফল-মিষ্টি পৌঁছে দিও অনাহারীর ঘর।
সবার ঠোঁটে হাসি,
দেখতে ভালোবাসি,
ঈদ এভাবেই দিক বইয়ে ধরায় খুশির ঝড়।

পুরো পৃথিবী এক হোক আজ ঈদের খুশি প্রাণে,
ধনী-গরিব সবাই যেন পরকে কাছে টানে,
বাঁধন ভুলে,
হৃদয় খুলে,
ঈদ আনন্দে নাতুক সবাই আনন্দ সুর-গানে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।