ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে | রফিক আহমদ খান

ঈদছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
চাঁদ উঠেছে চাঁদ উঠেছে | রফিক আহমদ খান

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
দেখ দাদু ভাই!
ছোট্ট জাওয়াদ সারা বাড়ি
খবর বলে যায়।

আজ খুশির বাঁধ ভেঙেছে
কাল হবে ঈদ
কখন হবে ঈদের সকাল
আসছে না-তো নিদ।



নতুন জামা নতুন জুতো
পরে ঈদের দিন
কত খাওয়া কত খুশি
তাক ধিনা ধিন ধিন।

আপুর সাথে সবার বাসায়
সালাম দিতে যাব
ঈদ সেলামির নতুন টাকা
অনেক অনেক পাব।

চাঁদ উঠেছে-ঈদ হবে কাল
ভীষণ খুশি মনে
জাওয়াদ সোনা ঈদের খবর
বলছে জনে-জনে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।