ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের ক্ষুদ্রতম বই, দাম ১২ লাখ!

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩২, জুলাই ২৬, ২০১৫
বিশ্বের ক্ষুদ্রতম বই, দাম ১২ লাখ!

বই পড়তে কম-বেশি সবাই ভালোবাসে। আমরা অনেক ধরনের, অনেক আকারের বই পড়ি।

কিন্তু বই কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে পড়ি?

না, বই এত ছোট হয় না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এত ছোট বইও কিন্তু রয়েছে। সেই বইটা পড়তে হয় স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে। গিনেস বুক অব ওয়ার্ল্ড’স রেকর্ডসে স্থান করে নেওয়া পৃথিবীর সবচেয়ে ছোট বইটির দৈর্ঘ্য ও প্রস্থ মাত্র ১০০ মাইক্রোমিটার ও ৭০ মাইক্রোমিটার।

বইটি কিন্তু আবার ছোটদের একটি বইয়ের ক্ষুদ্রতম সংস্করণ। নাম ‘টিনি টেড ফ্রম টার্নিপ টাউন (Teeny Ted from Turnip Town)। ’ বইয়ের লেখক ম্যালকম ডগলাস চ্যাপলিন।

এ বইটির লেখাগুলো ক্রিস্টালের সিলিকন পৃষ্ঠার উপরে আয়ন বিমের সাহায্যে খোদাই করা হয়েছে।

আর বইটির মূল্য কত জানো? ১৫ হাজার ডলার! যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।