ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শেখ মুজিবুর বিশ্ব সেরা | আলেক্স আলীম

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
শেখ মুজিবুর বিশ্ব সেরা | আলেক্স আলীম

কেউ করছে ফন্দি ফিকির
কেউ কাটছে বেড়া
দেশটাকে কেউ বানাতে চায়
জঙ্গিবাদের ডেরা!

তোমার নামে ব্যানার লিখি
আমার ছবি বড়
বাংলা আমার এগিয়ে যায়
এতো কিছুর পরও।

তুমি ছিলে সব মানুষের
সাহসে বুক ভরা
তোমার ছবি বুকে তবু
দেশ প্রেমেতে খরা!

তোমার কীর্তি মুছে দিতে
জন্মদিনের কেক
দুর্নীতিবাজ হাত পেতে নেয়
লক্ষ টাকার চেক!

শেখ মুজিবুর বিশ্ব সেরা
নিত্য দেখায় পথ
পিতা তোমায় কেড়ে নেবে
কার আছে হিম্মত!

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।