ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভ্যাপসা গরম | আবু বকর হারুন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
ভ্যাপসা গরম | আবু বকর হারুন

ফ্যান ঘুরছে মাথার উপর
ভীষণ জোরে ওই
কিন্তু ভীষণ ঘামছি আমি
বাতাস গেল কই!

ঘেমে গিয়ে শরীর আমার
হচ্ছে আঠা আঠা
অস্থিরকায় হৃ‍ৎপিণ্ড
করছে নামা-ওঠা।

মাঝেসাঝে বৃষ্টি এলে স্বস্তি
কিছু মেলে
বৃষ্টি শেষে গরম আবার
স্বস্তি ছেয়ে ফেলে।



দুর্বিষহ ভ্যাপসা গরম
করছে জীবন পণ্ড
আসবে কখন বৃষ্টিভেজা
কাঙ্ক্ষিত মেঘখণ্ড।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।