ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

পানির নিচে নদী!

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
পানির নিচে নদী!

নদী কোথায় থাকে?

প্রশ্নটা অদ্ভুত লাগল, তাই না? এমন অদ্ভুত প্রশ্ন যখন করেই ফেললাম, তখন অদ্ভুত একটা উত্তরই দিই। যদি বলি, নদী থাকে পানির নিচে?

ভাবছ পাগল হয়ে গেছি! না।

আসলে ভুল বলিনি। পানির নিচেও একটা নদী আছে কিন্তু। বিশ্বাস হচ্ছে না?

মেক্সিকোতে সত্যিই আছে পানির নিচে একটা নদী। কেনোট অ্যাঞ্জেলিটা নামের এই নদীটা স্কুবা ডাইভারদের কাছে রীতিমতো স্বর্গ।

কেনোট অ্যাঞ্জেলিটা মানে ছোট্ট দেবদূত। পানির নিচের এই নদীটা সত্যিই তাই। প্রকৃতির অপরূপ সুন্দর ও বিস্ময়কর এ সৃষ্টি মেক্সিকোর ইউকাটান পেনিনসুলার পূর্ব কূলে অবস্থিত।

এখানে উপরের দিকে ১০০০ ফিট নিচ পর্যন্ত রয়েছে সাধারণ পানি। এরপর হাইড্রোজেন সালফেটের একটি স্তর। তার নিচে রয়েছে সমুদ্রের লবণাক্ত পানি।
হাইড্রোজেন সালফেট সাধারণ পানির চেয়ে বেশি ঘন হওয়ায় এটি আলাদাভাবে বোঝা যায়।

এর স্তর সমুদ্রের পানি ও সাধারণ পানিকে আলাদা করে। সেজন্যই পানির নিচে হলেও ঘন হাইড্রোজেন সালফেটের স্তর ও তার নিচের লবণাক্ত পানি আলাদাভাবে চোখে পড়ে। সঙ্গে আছে পড়ে থাকা গাছপালা আর পাথর। এগুলো তৈরি করেছে কৃত্রিম একটা নদীর পাড়। তাই সবকিছু মিলে মনে হয় যেন পানির নিচেই বয়ে চলেছে একটা নদী।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।