ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বোনটা আমার ‍| জাজাফী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বোনটা আমার ‍| জাজাফী

ওয়ারেন বাফেট নাম শুনেছ? বিশ্ব সেরা ধনী

কতই টাকা আছে যে তার, যেন টাকার খনি।

সে আমাকে বলেছিল, এসব টাকা তোর,

এখন থেকে তোর বোনটা বোন হলো যে মোর।



আমি বলি, পাগল তুমি? ভাই হওয়া কি সোজা?

আমার মতো বোনের জন্য রাখতে পারবে রোজা?


বোনকে আমি হয়তো কভু দেইনি সোনার লকেট,

হয়তো সদাই ফাঁকা থাকে পাগল ভাইয়ের পকেট।

তবু জেনো বোনকে আমি সদাই মনে রাখি,

বোনের মুখটা মনেই থাকে যখন যেথায় থাকি।


ওরা আমায় বলেছিল, তোকেই নোবেল দেব,

বিনিময়ে তোর বোনকে বোন বানিয়ে নেব।

আমি ওদের বলেছিলাম নোবেল আমার চাই না

তোরা তো কেউ আমার বোনের আমার মতো ভাই না।

আমি আমার বোনের জন্য দু‌’হাত তুলি রোজ,

যেথায় থাকি সকাল বিকাল নিই যে বোনের খোঁজ।
 

ছোট্ট জীবন, এই জীবনে যা পেয়েছি সুখ,

তার পুরোটা জুড়ে আছে আমার বোনের মুখ।

ওর খুশিটা আমার খুশি, সুখের চাবিকাঠি,

দু’ভাই বোনে রোজই যখন আঙুল ধরে হাঁটি।

সবাই তখন তাকিয়ে থাকে, ঈর্ষাতে যায় মরে,

বোনটাকে ভাই আগলে রাখে সারা জীবন ভরে।


বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএনকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।