ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

শরতের ছড়া | শাহাদাত সাহেদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
শরতের ছড়া | শাহাদাত সাহেদ

পড়তে বসে মাথার ভেতর ভাবনা ঘোরে হাজারো
কাল যতটা কম ছিলো ঠিক বাড়ছে সেটা আজ আরো,
ভাবতে গেলে গোল পাকায় কি রেখে কি ভাববো!
ভাবনাগুলো মিছিল তোলে-হবে তারা কাব্য।
কাব্য ভাষায় বলব কথা? নেই তো আমার ছন্দ
পাখির গানের ছন্দ-সুরে জাগলো মৃধুমন্দ
বাতাস এসে কাশফুলেতে দোল দিয়ে যায় যখন
মিষ্টি পরশ মনকে নাড়ায়-কাব্য আসে তখন।



বন্ধ চোখে দেখতে পারি শরৎ মেঘের ভেলা
আলতো হাওয়ায় দোল দিয়ে ফুল করছে খেলা,
রঙ্গন, জবা, শিউলি টগর-দেখে মনে সুর আসে
ভ্রমরগুলো সেই খুশিতে গান ধরেছে কোরাসে।

এই শরতে বইয়ের পাতায় মন কি বসে কারো!
যাচ্ছি আমি ভ্রমর হবো-আসতে তুমি পার।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।