ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

গরুর হাট | আবু বকর হারুন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, সেপ্টেম্বর ১৮, ২০১৫
গরুর হাট | আবু বকর হারুন

হরেক জায়গায় বসছে এখন
বিশাল গরুর হাট,
পৌরসভা স্কুল রাস্তা ব্যস্ত
খেলার মাঠ।

মধ্য আয়ের লোকজনেরা
শুনছে যখন হাম্বা ডাক,
হাতড়ে পকেট রিক্ত দেখে
ধরছে ছুঁতো চাপছে নাক !

পুত্র বলে, আব্বু ! এবার
কিনছো গরু কবে ?
আব্বু জানায় আনছি ছাগল
বন্ধু তোমার হবে !

এদিক দিয়ে ছোট্ট শ্যালক
খবর বলে চ্যাটে,
ও দুল‍া ভাই ! গরু এবার
যাচ্ছে পাওয়া নেটে !

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।