ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

ঈদের গরু ‍| আবু বকর হারুন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ঈদের গরু ‍| আবু বকর হারুন

ঈদের গরু কিনতে বাবা
যাচ্ছে গরুর হাটে,
সঙ্গে যাবার ইচ্ছে আমার
মন টেকে না মাঠে।

বায়না ধরি গরুর হাটে
আমিও যাবো বাবা,
গরুর তো নখ বড় নয়
মারবে আমায় থাবা !

লাল টুকটুক ঈদের গরু
কিনবো হাটে গিয়ে,
গলায় দেবো নতুন মালা
ফিরবো গরু নিয়ে।



বাসায় গিয়ে আদর করে
খেতে দেবো ঘাস,
পিঠে মাথায় হাত বুলাবো
থাকবে না আর ত্রাস !

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।