ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদছড়া

ঈদ বারতা | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ঈদ বারতা | শাহজাহান মোহাম্মদ

রং লেগেছে আকাশজুড়ে
ঈদ বারতা নিয়ে
নানারকম ইচ্ছেঘুড়ি
যায় উঁকি যায় দিয়ে।

দোয়েল কোকিল ডাক দিয়ে কয়
আর নয় তো ঘুম
ধনি-গরিব সবার কপালে
দেয় চন্দ্র চুম।



চুড়ি ফিতা লাল জামা
মেহেদী রঙের ছোঁয়ায়
ঈদ যেন তারি মাঝে
কত ছবি আঁকায়।

পোলাও কোরমা ক্ষির পায়েশ
ঘরে ঘরে খাই
মনের কালি মুছে দিয়ে
বন্ধু হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।