ঢাকা, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৬ জুন ২০২৩, ১৭ জিলকদ ১৪৪৪

ইচ্ছেঘুড়ি

কোরবানির হাট | আবু বকর হারুন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
কোরবানির হাট | আবু বকর হারুন

উত্তপ্ত গরুর হাটে
দামের ছড়াছড়ি,
কেমনে ধরি লেজটি গরুর
স্বল্প অর্থ কড়ি।

দেশি গরুর হাট বসেছে
দাম যে ভীষণ বেশি,
পশু শেষমেশ পাই কী না পাই
তাইতো বিষম ত্রাসি!

মোটাতাজা গরুর ভিড়ে
বাজারে নাই ঠাঁই,
ছোটখাটো গরু-বাছুর
কোথায় খুঁজে পাই?

গরুর গোবর মাড়িয়ে শেষে
জুটছে লাথি গুঁতো,
দাম শুনে চোখ ছানাবড়া
নানা রকম ছুতো!

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa