ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

আমার দেশ | আব্দুস সালাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আমার দেশ | আব্দুস সালাম

বন বাদাড়ে যায়রে শোনা
পাখির কলতান
মাটির বুকে বাদল ধারা
সজীব করে প্রাণ।
 
ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়
দক্ষিণ সমীরণ
প্রাণটি জুড়ায় যখন শুনি
ভোমরার গুঞ্জন।


 
মাঠে মাঠে যায়রে দেখা
সারি সারি বরজ
খালে বিলে ভেসে থাকে
নানান রঙের সরোজ।
 
রাতের বেলায় তারার মাঝে
রুপালি চাঁদ হাসে
এমন ছবি যায়রে দেখা
সোনার বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।