ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভূত যাবে না ইশকুলে

বিএম বরকতউল্লাহ্ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ভূত যাবে না ইশকুলে

পড়ার ঘরে গুনগুনিয়ে পড়ছি যখন
মন খুলে
অন্ধকারে কে কথা কয় যেই তাকালাম
চোখ তুলে

জানলা ধরে দাঁড়িয়ে আছে একটি ভূতে
হা করে
ফোড়স করে ভূতটা তখন বাড়িয়ে দিলো
হাত ঘরে

অমন করে তাকিয়ে আছিস কিছুই আমায়
বলিস না কেন?
বলল ভূতে চাই না কিছু চাইছি আমি
একটু জ্ঞান।

হাত বাড়ালে জ্ঞান পাবে না যেতে হবে
ইশকুলে
বলল ভূতে ধ্যাত্তেরি ছাই ভাত-গোস দে
ডিশ খুলে।




বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।