ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

হেমন্তের ছড়া

পাকা ধানের গন্ধ | ওসমান বিন হোসাইন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
পাকা ধানের গন্ধ | ওসমান বিন হোসাইন

কাশে মেঘ যায় ভেসে ওই
মেঘের বাড়ি ওই দূর
সাঁঝ সকালে শিশির ভোরে
মেঘের কোণে রোদ্দুর।

খেত-খামারে এলো আমেজ
খুশির কত সুড়-সুড়ে
নবান্নেরই পর্বগুলো
এলো ছুটে দৌড়-দৌড়ে।



পাকা ধানের মধুর গন্ধ
লাগে বলে কেমন তো
সোনার মাঠে বাতাস ছুঁয়ে
আসছে বুঝি হেমন্ত।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।