ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কোলা ব্যাঙ কুনো ব্যাঙ | আব্দুস সালাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
কোলা ব্যাঙ কুনো ব্যাঙ | আব্দুস সালাম

কোলা ব্যাঙ জলেতে করে শুধু কুস্তি
কুনো ব্যাঙ ডাঙাতে পায় যেন স্বস্তি।
 
কোলা ব্যাঙ গান ধরে গালটাকে ফুলিয়ে
কুনো ব্যাঙ শুনে গান ঘরে যায় ঘুমিয়ে।


 
পোকামাকড় ধরে খায় কুনোটা যে রাত্রে
কোলাটা ধরে পোকা খানা, ডোবা, গাত্রে।
 
য় মাস ঘুমায় কুনো একা কোন গর্তে
কোলাটা লুকায় তখন কোলাহল মর্তে।
 
ব জলে কোলা কুনো গান ধরে আনন্দে
গান শুনে খোকা খুকি নাচ করে সানন্দে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।