ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইচ্ছে | আহমেদ রব্বানী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ইচ্ছে | আহমেদ রব্বানী

মার যেতে ইচ্ছে করে
মরা নদীর বাঁকে
পদ্মফোটা শান্ত ঝিলে
যেথায় ডাহুক ডাকে।

চাতক যাচে মেঘের বারি
হিজল গাছের ডালে
কুহুকুহু কোকিল ডাকে
বসন্তের-ই কালে।



শিস দিয়ে যায় ভোরের দোয়েল
নিজের আপন মনে
হৃদয় আমার যায় হারিয়ে
তাল তমালের বনে।

চির হরিৎ গুল্ম-লতা
ধান শালিকের দেশ
এই ছবিটা চিরচেনা
দেখতে বড় বেশ।

মাঠের পরে মাঠ পেরিয়ে
যত দূরে যাই
চির সবুজ শ্যামলিমা
দেখতে শুধু পাই।

বাংলা আমার পটে আঁকা
একটি সোনার ছবি
ঊষার বুকে আলোর নাচন
প্রভাত অরুণ রবি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।