ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ময়না পাখির বিয়ে | রহমান জীবন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ময়না পাখির বিয়ে | রহমান জীবন

ময়না পাখির বিয়ে হবে
দাওয়াত পেয়ে তাই,
বনের যত পাখি আছে
এলো যে সবাই।

দোয়েল কোয়েল শ্যামা
টুনটুনি বুলবুলি কোকিল
বাবুই চড়–ই শালিক এলো
আরও ঘুঘু পেঁচা চিল।



মাছরাঙা পানকৌড়ি ডাহুক
সারস ফিঙে বক
ঈগল শকুন কাঠঠোকরা আর
তোতা ও চাতক।

ইষ্টিকুটুম বউ কথা কও
এলো কাক টিয়ে
খুব আনন্দে হলো শেষে
ময়না পাখির বিয়ে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।