নতুন ধানের গন্ধ নিয়ে
অগ্রহায়ণ এলো
গাঁয়ে গাঁয়ে শীতের হাওয়া
বইছে এলোমেলো।
বাড়ি বাড়ি নতুন ধানের
পিঠাপুলির ধুম
এই খুশিতে ছেলেমেয়ের
হারিয়ে গেছে ঘুম।
সকালবেলা গরম পিঠা
সবার হাতে হাতে
ধুলো মেখে বিকেলবেলা
শিশুরা খুব মাতে।
নবান্ন আর শীতের আমেজ
বইছে ঘরে ঘরে
কিষাণ-বধূর হাসিগুলি
মুক্তো হয়ে ঝরে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এএ