ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঘাস ফড়িং | ওসমান বিন হোসাইন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ঘাস ফড়িং | ওসমান বিন হোসাইন

ছোট্ট খুকি বেজায় খুশি
ঘাস ফড়িংটির জন্য
মুখজুড়ে তার হাসির রাশি
হৃদয় হলো ধন্য।

হাসি-খুশি কাটছে
খুকির সারটি দিনরাত,
ফড়িংকে খেতে দেবে
বিরানি পোলাও ভাত।



কত আদর যত্ন করে
বুঝল না তো ঘাসফড়িং,
এক মুহূর্তও থাকতে চাই না
করছে অনেক তিড়িং-বিড়িং।

হঠাৎ একদিন উড়ে গেল
ঘাস ফড়িংটি আকাশপানে,
ছোট্ট খুকি বেজায় কাঁদে
ঘাস ফড়িংটির মায়ার টানে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।