ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

রঙিন ছবি | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, নভেম্বর ২৮, ২০১৫
রঙিন ছবি | নাজিয়া ফেরদৌস

মাঠের পরে মাঠ চলেছে
নদীর ’পরে নাও।
সবুজ মায়ায় জড়িয়ে আছে
গাছের ছায়ে গাঁও।


টিয়ে বরণ লাউয়ের ডগা
হলদে পাখির ছানা,
সোনা রঙের মুক্তো ঝরায়
চন্দ্রিমা আধখানা।
ভোরের রবি রাঙা বরণ
নীল আকাশের ছায়া,
কৃষক বধূর লাজুক চোখে
হাজার রঙের মায়া।
নিত্যদিনই নতুন ঢঙে
কোন সে মহান কবি,
অপূর্ব এই বঙ্গভূমির
আঁকছে রঙিন ছবি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।