ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ব্যালে নাচিয়ে অরিগামি!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ব্যালে নাচিয়ে অরিগামি!

ঢাকা: তোমরা কি অরিগামি বানাতে ভালোবাসো? কাগজ ভাঁজ করে ফুল, ব্যাঙ, নানারকম পশুপাখি আরও কত কী!

অরিগামি যে কত সুন্দর হতে পারে তা আর্টিস্ট লু জিয়াহংয়ের কাজ দেখলেই বুঝবে। লাল, নীল, হলুদ, গোলাপি আর কমলা রঙের কাগজ ভাঁজ করে জিয়াহং বানিয়েছেন ২০টি ব্যালে ড্যান্সার।



ফ্রক ঘুরিয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে নৃতরত বালিকার অরিগামি গত সোমবার (৩০ নভেম্বর) ক্যামেরার সামনে আসে।

ওহ লু জিয়াহংয়ের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। ৭৭ বছর বয়সী জিয়াহং পূর্ব চীনের জিয়াংসু প্রদেশে থাকেন। তিনি যে পেশায় আর্টিস্ট তা তো শুরুতেই জানলে।

অরিগামির ধারণা এসেছে মূলত জাপান থেকে। অরিগামি শব্দের অর্থ হচ্ছে- অরি মানে ভাঁজ আর গামি কাগজ।

তাহলে তোমরাও একবার চেষ্টা করে দেখো ব্যালে ড্যান্সার অরিগামি বানাতে পারো কিনা!

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।