ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু ক্যাম্পে যোগদান

খেলাঘরের প্রতিনিধি দল ভারতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
খেলাঘরের প্রতিনিধি দল ভারতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসরের ৫৮তম বার্ষিক ক্যাম্পে যোগ দিচ্ছে বাংলাদেশের জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। ক্যাম্পে অংশ নিতে ১০ সদস্যের প্রতিনিধি দল ভারতে গেছে।


 
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহমেদপুরে শুক্রবার (২৫ ডিসেম্বর) থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে রওনা হয়ে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সেখানে পৌঁছেছে খেলাঘরের প্রতিনিধি দল।     

আগামী ০২ এবং ০৩ জানুয়ারি কলকাতার নব মিতালী সব পেয়েছির আসরের হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশগ্রহণ করবে খেলাঘরের প্রতিনিধি দল।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন- সহকারী দলনেতা খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সদস্য রুবাইয়্যাত সুলতানা (খুলনা), জাহিদুল ইসলাম (বরগুনা), আফসানা ইয়াসমীন শ্রাবণী (শেরপুর), চিশতিয়া রহমান অনন্যা (ব্রাহ্মণবাড়িয়া), ফাতেমা-তুজ-জোহরা পেলিকা  (নোয়খালী), পিউলি ধর (জয়পুরহাট), পুলক গোস্বামী (ঢাকা) ও ফাহিম রহমান (নরসিংদী)।

প্রতিনিধি দলের সাফল্য কামনা করেছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।