ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

দুটি ছড়া ‍| বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
দুটি ছড়া ‍| বিএম বরকতউল্লাহ্

দুষ্টু ছেলের দল

গরিব ছেলে উদোম গায়ে
দাঁড়িয়ে আছে একা
চলতি পথে হঠাৎ আমার
তাহার সাথে দেখা।

কেমনে তুমি শীত কাটাবে
জামা জুতো কই?
শীত এলে, আমার সামনে?
করব হই চই।



শীতটা যখন আসি আসি
করছে আমার পাশে
উদোম শরীর দেখেই শীত
লজ্জা পেয়ে হাসে।

শীত পালালো সেই যে কবে
আর মেলেনি দেখা
উদোম গায়ে শীতের জন্য
দাঁড়িয়ে আছি একা।


সূর্য ওঠার গান

কুয়াশার মেঘ শীতের হাওয়া
সূর্য দিয়েছে ঢেকে
সেই কবে থেকে!

এই সুযোগে শীতের হাওয়া
বসেছে ভীষণ জেঁকে
সেই কবে থেকে!

সূর্যবিহীন শৈত্যপ্রবাহে
কষ্ট দিয়েছে এঁকে
সেই কবে থেকে!

দু’হাত তুলে প্রভুর কাছে
বলেছে বাঁচাও প্রাণ
শীতে কাবু মানুষেরা গায়
সূর্য ওঠার গান।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।