ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দুটি ছড়া | জোবায়ের মিলন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
দুটি ছড়া | জোবায়ের মিলন

ভূতের ছানা

ভূত ছানাটার চোখটা কানা
দেখতে পায় না খানাদানা
ভূত কয় তাই পেত্নিরে-
কেমন করে করবো বড়
ভূতের ছানা কানাটারে?

পেত্নি তো যায় বেজায় ক্ষেপে-

আমার ছানা আমার মতো
ভয় দেখাবে আর সবারে
খানাদানা লাগবে কেন
ভূতের আবার খাবার কীরে?

চোখ বানানো মুখ বাঁকানো
এটাই তো ভূতের কাজ
ভূতের আবার লাগে নাকি
আলতা পা মেকাপ সাজ?

বাংলার মাটি

কত নদী পাড়ি দিয়ে এসেছিল ভোর
কত স্রোত পাড়ি দিয়ে খুলেছিল দোর,
কত শত পথ শেষে পথের দেখা
কত কত প্রাণ দিয়ে বিজয় লেখা-
জানে তা জানে শুধু বাংলার মাটি।

কত ঘর কত বাড়ি শহর গ্রাম
কত শিশু কত নারী অজানা নাম
লাশ হয়ে পড়েছিল পথের বাঁকে
আগুনের লেলিহান ছিল থাকে থাকে
জানে তা জানে শুধু বাংলার মাটি।



জল ফল ধনধান্যে এদেশ আমার
গুণে শখে এদেশের হৃদয় উৎসার
তরুলতা প্রতি প্রেমে শীতল পাটি
বিজয়ের সুরে আঁকা সোনাসম খাঁটি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।