ঢাকা: মোট ৩০টি ভিন্ন ধাঁচের মজার ছড়া নিয়ে সাজানো হয়েছে বইটি। কখনো বাস্তব, কখনো কল্পনার স্বপ্নিল জগতে বিচরণ করেছে বলে ছড়াগুলো শিশুদের জন্য সুখপাঠ্য।
শিশুদের আনন্দদানে নাজিয়া ফেরদৌস বইটিতে ছন্দবৈচিত্র্যের প্রকাশ ঘটিয়েছেন চমৎকারভাবে। বইটির প্রচ্ছদ করেছেন রুবেল রেজা ও অলংকরণ করেছেন নাফিস ফুয়াদ সাফি।
অসাধারণ সব চিত্রের সমাহারে সজ্জিত বইটি ছোটদের নিখাদ আনন্দ দেবে। বইটির মূল্য ১০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার কাগজ প্রকাশন (স্টল নম্বর ৫২৩) ও চিরকুট (স্টল ৩৮ (লিটল ম্যাগ চত্বর) এ।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এএ