ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এ আয়োজনে অংশ নিচ্ছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
আগামী রোববার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরা আগরতলায় খেলাঘরের প্রতিনিধি দল ‘আমার মুখের ভাষা, আমার সে গান’ শীর্ষক গীতি আলেখ্য মঞ্চস্থ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
খেলাঘরের ১৮ সদস্যের প্রতিনিধি দল শনিবার (২০ ফেব্রুয়ারি) আগরতলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা। সহকারী দলনেতা হিসেবে থাকছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ। অন্য সদস্যরা হচ্ছেন আসমা আব্বাসী (নৃত্য সমন্বয়ক), অনিকেত আচার্য (সংগীত সমন্বয়ক), রকিবা খান (সংগীত শিল্পী), আসিফ ইকবাল সৌরভ (সংগীত শিল্পী), সামিহা ইসলাম (সংগীত শিল্পী), সেতু দাস (সংগীত শিল্পী), আফিয়া হুমায়রা জেবু (সংগীত শিল্পী), নন্দিনী দাস (সংগীত শিল্পী), হাসনাইন লক্ষী অব্যয় (সংগীত শিল্পী), সেমন্তি রোদসি (আবৃত্তি শিল্পী), সৈয়দা রাইসা মাহজাবিন (আবৃত্তি শিল্পী), আবিদা ভূঁইয়া (নৃত্য শিল্পী), আজিজুন্নাহার অর্পিতা (নৃত্য শিল্পী), নওরিন খান চৌধুরী (নৃত্য শিল্পী), মুনশায়াত খান মেঘা (নৃত্য শিল্পী) এবং সাবরিনা জাহিন সুজানা (নৃত্য শিল্পী)।
প্রতিনিধি দলের সাফল্য কামনা করেছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএসআর