একুশ বাংলা মায়ের
গর্বগাঁথা স্মৃতি
একুশ মানে কণ্ঠস্বরে
সোনায় লেখা কৃতী।
কৃষ্ণচূড়ার পাঁপড়ি মেলে
রক্তে মেশা দাগ
প্রভাতফেরির মিছিল যেন
স্লোগান আর ডাক।
শহীদ ভাইয়ের স্মৃতি গানে
অমর কবিতাতে
আলোর মশাল মাতৃভাষায়
প্ল্যাকার্ড হাতে।
মাতৃভাষা বাংলা চাই
একটি কণ্ঠস্বর
রক্তঝরা কাব্য কথায়
একুশ মনের জোর।
বিশ্ব জানে মাতৃভাষার
রক্তরাঙা পথ
একুশ নামে মোদের
কথামালার স্রোত।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এএ