একুশ আমাদের অহংকার, গৌরব। বাংলার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিবস ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই ভাস্কর্যগুলো আমাদের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিকে ধারণ করে। এগুলোর মধ্যে একটি ‘জননী ও গর্বিত বর্ণমালা’।
ঢাকার পরিবাগে নির্মাণ করা হয়েছে একুশের এ ভাস্কর্যটি। এটির নকশা করেছেন শিল্পী মৃণাল হক। এ বছর ২০ ফেব্রুয়ারি ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।
জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যে দেখা যায় একজন মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সামনে একটি সবুজ বৃত্তে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি বাংলা বর্ণ। পেছনে লাল বৃত্তে রয়েছে ‘২১’ এবং ‘ব ও ‘ক’।
আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসটা শুধু গৌরবময় নয়, এই ইতিহাস করুণ, ত্যাগের ইতিহাস। সেকথাই বারবার স্মরণ করিয়ে দেয় জননী ও গর্বিত বর্ণমালা।
**একুশের ভাস্কর্য: মোদের গরব
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এএ