খাও যে তুমি কুল, পেয়ারা, পাকা পাকা জাম
কাঠবিড়ালি বলবে আমায়, কোথায় তোমার ধাম?
পুকুর পাড়ের সেগুনগাছের ফোঁকোড়েতে বাসা
ছোট খাট বাসাটি মোর দেখতে দারুণ খাসা।
তোমার সাথে কে কে থাকে? আমায় তুমি বল?
আমার সাথে থাকে মায়ে, দেখবে? তুমি চল।
অন্ধকারে ঝড় বাদলে ভয় কি তুমি পাও?
ভয় যদি পাও তখন তুমি কোথায় বল যাও?
গাছের ফোঁকড় বন্ধ করি পাটের ফেঁসো দিয়ে
ভয় কি বল, মোর ঘরে যে থাকে আমার মায়ে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএ
ইচ্ছেঘুড়ি
সেগুনগাছে কাঠবিড়ালি | আব্দুস সালাম
ছড়/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।