ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

কালের খেয়া | আহমেদ রব্বানী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
কালের খেয়া | আহমেদ রব্বানী ছবি: সংগৃহীত

পথের ধারে
ফুল ফুটেছে
কৃষ্ণচূড়া লাল,
পলাশ শিমুল
রক্তজবা
বসন্ত সকাল।

কোকিল ডাকে
মধুর সুরে
এমন ফাগুন দিনে,
বাউরি বাতাস
যাচ্ছে বয়ে
বাড়ছে দেনা ঋণে।



এসো নবীন
এসো তরুণ
হও আগুয়ান,
দিন বদলের
শপথ করি
কে আছো জোয়ান?

পাতা ঝরা
মিঠে কড়া
কালেরও খেয়া,
শুধিব ঋণ
আছে যত
বাকি বকেয়া।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।