পথের ধারে
ফুল ফুটেছে
কৃষ্ণচূড়া লাল,
পলাশ শিমুল
রক্তজবা
বসন্ত সকাল।
কোকিল ডাকে
মধুর সুরে
এমন ফাগুন দিনে,
বাউরি বাতাস
যাচ্ছে বয়ে
বাড়ছে দেনা ঋণে।
এসো নবীন
এসো তরুণ
হও আগুয়ান,
দিন বদলের
শপথ করি
কে আছো জোয়ান?
পাতা ঝরা
মিঠে কড়া
কালেরও খেয়া,
শুধিব ঋণ
আছে যত
বাকি বকেয়া।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএ।