ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

দিবানি ধরে | হাসান নয়ন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
দিবানি ধরে | হাসান নয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এবার লিখবো সবাই মিলে
ভয়-ডরহীন আকাশ নীলে
স্বপ্নজয়ের পদ্য
ছিলাম বেশে ছদ্ম।

চার ছক্কার ঝড় তুলিয়ে
বোলিং দেবো তাল গুলিয়ে।


রানে রানে পাহাড় গড়ে
একটাই কথা- দিবানি ধরে!

প্রতিপক্ষকে চটকে
রেকর্ড যত টপকে।
কাটার ইয়র্ক‍ার স্পিন তোপে
খুঁজতে স্ট্যাম্প, সবাই ঝোপে!

নিন্দুকেরা যত্ত
প্রশংসাতেই মত্ত।
পরিচয় হবে ধৈর্য্যে
উঠবেই বাঘ গর্জে!

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬        
এএ
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।