দিনটা ছিল ৭ই মার্চ, একাত্তরের সাল,
অপেক্ষায় কাটে যেন কাল আর মহাকাল।
রেসকোর্সের মাঠজুড়ে লোক, পুরো দেশ জড়ো,
কী বলবেন বঙ্গবন্ধু- শুনতে সয় না তরও।
উত্তেজনায় প্রহর গোনে ব্যাকুল জনগণ,
অপেক্ষা ফুরিয়ে অবশেষে এলো সেই ক্ষণ।
বঙ্গবন্ধু ভাষণ দিলেন, মুষ্ঠি হলো শক্ত,
শত শত তরুণ প্রাণের গরম হলো রক্ত।
দিলেন তিনি বাঙালিকে মুক্তির পথে হাঁক,
দিলেন তিনি বাঙালিকে স্বাধীনতার ডাক।
বীর বাঙালি অস্ত্র ধরে মহান নেতার ডাকে,
বুকের ভেতর স্বাধীন দেশের স্বপ্ন পুষে রাখে।
কৃষক-শ্রমিক-ছাত্র সবাই ছাড়লো শেষে ঘর,
কেউ জানে না কী করবে, কী হবে তারপর।
কেউ জানে না কোথায় শুরু, কোথায় বা এর শেষ,
জানে শুধু আনতে হবে স্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এএ