ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

কোথায় গেলি চড়ুই | হাসান নয়ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মার্চ ১০, ২০১৬
কোথায় গেলি চড়ুই | হাসান নয়ন

সাবলেটে ছিলি তোরা
খড়কুটোর বাসায়
মুখর থাকতো বারান্দাটা
কিচিরমিচির ভাষায়।
মিস্টি রেগে বলতাম
এইতো আসছি তেড়ে
হট্টোগোল ছুটিয়ে দেবো
ইট-পাটকেল মেরে!
ফুড়ুৎ ফুড়ুৎ উড়াল দিয়ে
পালিয়ে হতি হাওয়া!
না দেখলে তোদের
ছাড়তো খুকি খাওয়া।


বুঝিনি আগে তোরা যে
এতোই অভিমানী!
তাহলে না হয় দিয়েই দিতাম
আমার গৃহখানি।
চড়ুই পাখি চড়ুই পাখি
কোথায় গেলি হারিয়ে
এখন ভাবি তোদের কথা
বারান্দাতে দাঁড়িয়ে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।