একাত্তরে বঙ্গবন্ধুর
সাতই মার্চের ভাষণ
বজ্রনাদে কাঁপিয়ে দিলো
শোষক দলের আসন।
ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে নামে জাতি
সাহস ছিল বীরবাঙালির সাথী।
প্রবল তেজে যুদ্ধ করি
মাত্র নয়টি মাস
বাংলার বুকে করি আমরা
স্বাধীনতার চাষ।
বাংলা আমার দেশ
বীর বাঙালির দেশ
বিশ্বজুড়ে তাকে নিয়ে
গর্বের নেই শেষ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এএ