ওই দেখো ভবনটা যে
সামনে একটা গাড়ি
এটা কিন্তু একাত্তরের
রেজাকারের বাড়ি।
পাঁচিল ঘেরা ওই বাড়িতে
মুক্তিযুদ্ধের কালে
রক্ত দিয়ে খেলেছে হলি
খেঁকশিয়ালের পালে।
শান্তিকামী সহজ সরল
মানুষদের ধরে
নির্বিচারে করেছে হত্যা
নদীর ওই চরে।
মা বোনদের ধরে এনে
সম্ভ্রম নিতো কেড়ে
প্রতিবাদী হলেই কেউ
মেরেছে অকাতরে।
আজকে দেখো তারাই আছে
দিব্যি রাজার হালে
ইচ্ছে করে চিৎকার করি
রেজাকারের ছেলে...।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬