রাত্রি তখন গভীর কালো
ঘুমিয়ে ছিলো দেশের লোক
পাক সেনারা চোরের বেশে
হানলো আঘাত হঠাত্ এসে
রক্ত লালে ভাসিয়ে দিলো
সবুজ শ্যামল দেশের বুক।
ফেললো গোলা আর বোমা
লক্ষ বুকে ছুড়লো গুলি
মারলো ছেলে মারলো মা।
মায়ের কোলে রক্ত দেখে
অশ্রু ঝরায় দামাল ছেলে
করলো উঁচু মুষ্ঠি,
এদেশ থেকে তাড়িয়ে দিলো
স্বৈরাচারীর গোষ্ঠী।
তারপরে দেশ স্বাধীন হলো
উঠলো মা ফের হাসি
গাইলো আবার মধুর কণ্ঠে
সোনার বাংলা ভালোবাসি।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এএ