আমি এখন ইচ্ছেমতো গাইতে পারি
মুক্ত জলে মুক্ত কেশে নাইতে পারি
মেঘের কাছে জলের ফোঁটা চাইতে পারি
মাঝনদীতে বৈঠা-লগি বাইতে পারি।
আমি এখন ইচ্ছেমতো আঁকতে পারি
রংধনু রং বুকে ধরে রাখতে পারি
মায়ের ভাষায় মাকে সুরে ডাকতে পারি
দু’হাত ভরে চাঁদের আলো মাখতে পারি।
আমি এখন যা খুশি তাই করতে পারি
ইচ্ছে হলে বটের পাতা ধরতে পারি
নীলচে সবুজ পাহাড় চূড়ায় চড়তে পারি
নদীর জলে বৃষ্টি-লেখা পড়তে পারি।
এখন আমায় বাধা দেয়ার নেই তো কেউ
মনে আমার স্বাধীন দেশের উত্তাল ঢেউ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এসএমএন