ঢাকা: ফুড আর্ট সম্পর্কে নিশ্চই ধারণা আছে সবার। ওইতো, খাবার-দাবার দিয়েই বিভিন্ন কিছু তৈরি করা।
সাধারণত ফুড আর্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে প্লেট। কিন্তু সেক্ষেত্রে আইয়োয়ানা একটু ব্যতিক্রমী। তিনি তার ফুড আর্টে প্লেটের বদলে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন চামচ! স্বল্প পরিসরে চামচের ওপর কী অসাধারণ চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন দেখে নাও একবার -
আমেরিকান ইন্ডিয়ান
জায়ান্ট পান্ডা
ব্যাটম্যান
টিয়া পাখি
কিউই দিয়ে পাখি
পেঙ্গুইনস অব মাদাগাস্কার
জেব্রা
ঘাসফড়িং
কার্মিত দ্যা ফ্রগ
সাফারি
তাহলে বন্ধুরা, তোমরা ট্রাই করছো কবে চমৎকার এই ফুড আর্টগুলো!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসএমএন