স্বরবর্ণের বোশেখ
বোশেখ মেলায় গেলো সেদিন
দাদুর সাথে 'অ'
'আ' এসে বল্লো আমার
কী এনেছো?
কান্না করে ওসব শোনে
স্বরবর্ণের 'ই'
তালপাতার ওই বাঁশি দেখো
ভাইয়া এনেছি।
কোথায় আছো, সামনে এসো
ছোট্টমণি 'ঔ'
মেলা থেকে আনছি কিনে
টুকটুকে এক বউ।
ডুগডুগি
বৈশাখেতে ঢোলের সাথে
বাজতে থাকে ডুগডুগি
বাজবে এমন বাংলাদেশে
এক মহাকাল যুগ-যুগ ই।
ঘুড়ুৎ ঘুড়ুৎ মেঘের ডাকে
পাপ ধুঁয়েছে বৈশাখে
পাতার নাচন নাচছে পাখি
নাচছে আরো ওই শাখে।
মেলায় থাকে নাগরদোলা
ফুলপাখিদের হর্ষ যে
বলবে সবাই দুঃখ ভুলে
শুভ নববর্ষ যে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এএ