বোশেখ এলো বোশেখ এলো
বছর ঘুরে আবার
চারিদিকে উৎসব চলে
বাঙালি সাজার।
বোশেখ মানে পান্তা ইলিশ
আয়োজনের ওই ধুম
বাংলা ঢোলের বাদ্য বাজে
দু'চোখে নেই ঘুম।
আনন্দ আর উল্লাসেতে
করি কত হই চই
বৈশাখি ওই মেলাতে ফের
মুখরিত রই।
বোশেখ এলে স্বপ্ন যত
সাজাই থরে থরে
বাঙালি এই মনটা আমার
তখন মনে পড়ে!
বোশেখ এলে বাঙালি হই
দেশের কৃষ্টি ধরি
ইতিহাস আর ঐতিহ্য
বুকে লালন করি।
বোশেখ এলো এলো রে ওই
গরম হাওয়ার দিন
হঠাৎ ঝড়ো কাল বোশেখি
প্রকৃতি অচীন।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এএ